বোট বিকল হয়ে সমুদ্রে ভাসতে থাকা আট জেলে উদ্ধার

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বোটের শ্যাফট বিকল হয়ে তিন দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ফিশিং বোট ‘এফবি মায়ের দোয়া’র আটজন জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। গতকাল সোমবার কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামণ্ডউল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেছেন, গত বৃহস্পতিবার ‘এফবি মায়ের দোয়া’ নামক ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশে আটজন জেলেসহ সমুদ্রে গমন করে। পরে যান্ত্রিক ত্রুটির কারণে শ্যাফট বিকল হয়ে গেলে বোটটি সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে তিন দিন পর মোবাইল নেটওয়ার্কের আওতায় আসলে গত রোববার সকাল ১০টায় উক্ত বোটের একজন জেলে কোস্ট গার্ড জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে বিষয়টি অবগত করেন। তৎক্ষণাৎ সমুদ্রে টহলরত কোস্ট গার্ড জাহাজ স্বাধীন বাংলা উদ্ধার অভিযানে নামে এবং অল্প সময়ের মধ্যে মোংলা ফেয়ারওয়ে সংলগ্ন বয়া নম্বর-৫ সমুদ্র এলাকা থেকে আটজন জেলেসহ ফিশিং বোটটি উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় খাবার প্রদান করে বোটটিকে নিরাপদে হারবারিয়া সংলগ্ন নদীর তীরে পৌঁছে দেওয়া হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এ কর্মকর্তা।