ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু শীর্ষস্তরের হামলা হামাসের
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
একের পর এক শীর্ষস্তরের হামলা চালিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীকে বিপর্যস্ত করে চলেছেন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা। প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডস সোমবার জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজাসিটির আল-জাইতুন এলাকার দক্ষিণে আল-মানসুরা স্পোর্টস স্টেডিয়ামের কাছে একটি মাইনফিল্ডে দখলদার বাহিনী এবং তাদের সামরিক যানবাহনগুলোকে আসতে প্রলুব্ধ করে তাদের ওপর একটি বড় ধরনের হামলা চালিয়েছেন।
আল-কাসসাম জানিয়েছে, তাদের যোদ্ধারা দেখেছেন, এরপর ইসরায়েলি বাহিনী তাদের নিহত ও আহত সেনাদের উদ্ধারে ব্যস্ত হয়ে পড়েছে। এ সময় ক্ষতিগ্রস্ত ও অচল হয়ে পড়া যানবাহনগুলো টেনে নিয়ে যান তারা। উদ্ধারকাজের সময় আরও প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঠেকানোর চেষ্টায় একনাগাড়ে বৃষ্টির মতো গোলাবর্ষণ করতে থাকে ইসরায়েলি বাহিনী। তাছাড়া, ‘স্টোনস অব ডেভিড’ অপারেশনের ভিডিও ক্লিপ প্রকাশ করেছে আল-কাসসাম, যেখানে উত্তর গাজার জাবালিয়া আল-বালাদ এলাকায় ইসরায়েলি বাহিনী এবং তাদের সাঁজোয়া যানগুলোর ওপর হামলা এবং সামরিক সমাবেশে মর্টার হামলার দৃশ্য দেখা গেছে। এদিকে, প্যালেস্টিনিয়ান ইসলামিক জিহাদের সামরিক শাখা আল-কুদস ব্রিগেডস সোমবার জানিয়েছে, তাদের যোদ্ধারা গাজাসিটির আল-জাইতুন এলাকার আল-ফুরকান স্কুলে অবস্থিত ইসরায়েলের মিলিটারি কমান্ড পোস্টে মর্টার হামলা চালিয়েছেন। এক পৃথক অভিযানে, কুদসের যোদ্ধারা গাজার আল-শুজাইয়া এলাকার আকাশে গোয়েন্দা তথ্য সংগ্রহের সময় একটি ইসরায়েলি ড্রোনের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হন।
অন্যদিকে, আল-আকসা মার্টার্স ব্রিগেডসের আল-আমৌদি ব্রিগেড জানিয়েছে, তারা খান ইউনিসের উত্তরে ইসরায়েলি বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল হেডকোয়ার্টারে ১০৭ এমএম রকেট এবং মর্টার শেলের ব্যারাজের মাধ্যমে আঘাত হেনেছেন। ইসরায়েলি সংবাদপত্র মারিভ এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, গাজায় হামাসের আল-কাসসাম ব্রিগেডসের যুদ্ধ কৌশলে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করেছে ইসরায়েলি বাহিনী। সূত্র জানায়, যোদ্ধারা এখন আরও সুসংগঠিত অভিযান পরিচালনা করছেন এবং সরাসরি সম্মুখ সমরে এমন দৃঢ়তা প্রদর্শন করছেন, যা আগে এভাবে দেখা যায়নি।
