গাজা যুদ্ধ বন্ধে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে পদক্ষেপ নিতে বললেন এমপিরা
প্রকাশ : ২০ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
গাজায় চলমান যুদ্ধ বন্ধ করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারকে এখনই পদক্ষেপ নিতে এবং ইসরায়েলের ওপর দৃঢ়ভাবে চাপ প্রয়োগ করার আহ্বান জানিয়ে ব্রিটিশ এমপি, এমএলএ, এমএসপি এবং ওয়েলশের এমএস-রা যৌথভাবে একটি বিবৃতি দিয়েছেন। এসডিএলপি-র নেতৃত্বে দেওয়া এ চিঠিতে সিন ফেইন, অ্যালায়েন্স, এসএনপি, প্লাইড সিমরু, গ্রিন পার্টি ও পিপল বিফোর প্রফিট-ও যোগ দিয়েছে। চিঠিতে পার্লামেন্টের অধিবেশন পুনরায় আহ্বানের দাবি জানিয়ে ইসরায়েলে? অস্ত্র রপ্তানি অবিলম্বে বন্ধসহ জরুরি কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী স্টারমার এর আগেই বলেছিলেন, ইসরায়েল যদি গাজায় ভয়াবহ পরিস্থিতি অবসানের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নেয়, তবে সেপ্টেম্বরেই যুক্তরাজ্য ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তবে দেশীয় ও আন্তর্জাতিকভাবে সরকারের ওপর আরও দৃঢ় অবস্থান গ্রহণের চাপ ক্রমশ বাড়ছে। ফ্রান্স সম্প্রতি জানিয়েছে, তারা সেপ্টেম্বরেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। এর আগে আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে গত বছর এমন সিদ্ধান্ত গ্রহণ করে। বিবিসি নিউজ এনআই-এর হাতে আসা ওই যৌথ চিঠিতে সাতটি দলের নেতারা লিখেছেন, ‘গাজায় ইসরায়েলি সরকারের চলমান কর্মকাণ্ডে যুক্তরাজ্য সরকারের সমর্থনের প্রতি আমরা গভীর উদ্বেগ ও বিরোধিতা প্রকাশ করছি।’
