এশিয়া কাপ হকিতে অধিনায়কই ব্রাত্য!

প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া প্রতিবেদক

এএইচএফ কাপ হকিতে অধিনায়ক ছিলেন পুষ্কর খিসা মিমো। চ্যাম্পিয়ন হতে না পারলেও দলকে তৃতীয় করিয়েছেন। পাকিস্তান খেলতে না আসায় এশিয়া কাপে খেলার সুযোগ হচ্ছে বাংলাদেশের। কিন্তু কাঙ্ক্ষিত সেই এশিয়া কাপের দলেই জায়গা হয়নি সেই মিমোর। শুধু অধিনায়কই নন, সিনিয়র দলের আরও তিনজনের জায়গা হয়নি এই দলে। এরা হলেন- নাইম উদ্দিন, মাইনুল ইসলাম কৌশিক ও মাহবুব হোসেন। তবে এসবকে ছাপিয়ে গেছে গত মঙ্গলবার রাতে হকি ফেডারেশনে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। এপ্রিলে এএইচএফ কাপের পর এশিয়া কাপ দিয়েই বাংলাদেশ ফের আন্তর্জাতিক হকিতে ফিরবে। আগের দিন দলও চূড়ান্ত হয়েছে। গতকাল অনুশীলনও করেছেন খেলায়াড়রা। তবে দল চূড়ান্ত হলে কাল রাতে ফেডারেশনে এসে দলে জায়গা না পাওয়ার কারণ জানতে চেয়েছে ওই চারজন। এতেই উত্তেজিত হয়ে সিলেকশন কমিটির অন্যতম কর্তা আবু জাফর তপন নাকি প্রকাশ অযোগ্য গালিও দেন খেলোয়াড়দের। এমন অভিযোগ করেন নাইম উদ্দিন। মিমোর কথা, ‘খেলোয়াড়দের নানা দাবি-দাওয়ার আন্দোলনে সামনের কাতারে থাকায় আমাদেরকে দল থেকে বাদ দিয়ে এই শাস্তি দেওয়া হল। আমরা এটা মানি না।’ নাঈম উদ্দিন বলেন, ‘আক্রোশ থেকে আমাদের বাদ দেওয়া হয়েছে।’