অনলাইন জুয়া নিষিদ্ধে ভারতের সংসদে ঐতিহাসিক বিল পাস
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ভারতের সংসদ অনলাইন জুয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে একটি গুরুত্বপূর্ণ বিল পাস করেছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রায় ৪৫ কোটি মানুষকে লক্ষ্য করে বিভিন্ন অনলাইন কোম্পানি প্রতিবছর প্রায় ২.৩ বিলিয়ন ডলার হাতিয়ে নেয়।
নিষিদ্ধের আওতায় এসেছে তাস খেলা, পোকার এবং ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মগুলো। এর ফলে ভারতজুড়ে অত্যন্ত জনপ্রিয় ফ্যান্টাসি ক্রিকেট অ্যাপগুলোর ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়েছে। বিশেষ করে ড্রিম ১১, যা ভারতের সবচেয়ে বড় ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম এবং ২০২৩ সালের জুলাইয়ে তিন বছরের জন্য ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর হয়েছিল। দলের জার্সিতে বর্তমানে তাদের লোগোই রয়েছে।
তবে এ বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকি শুক্রবার বলেছেন, যদি এটা অনুমোদিত না হয়, তাহলে আমরা কিছুই করব না। কেন্দ্রীয় সরকারের নীতিমালার প্রতি বিসিসিআই সম্পূর্ণভাবে অনুগত থাকবে।
বৃহস্পতিবার গভীর রাতে পাস হওয়া প্রমোশন অ্যান্ড রেগুলেশন অব অনলাইন গেমিং বিল অনুযায়ী, এ ধরনের গেম প্রচার, অর্থায়ন বা পরিচালনা করা এখন অপরাধ। আইন ভাঙলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।
ড্রিম ১১ এক বিবৃতিতে জানিয়েছে, বিল পাস হওয়ার পর থেকে তারা ক্যাশ গেম এবং প্রতিযোগিতা বন্ধ করেছে।
