গেন্ডারিয়ায় বাসায় আগুনে পুড়ে ছেলের মৃত্যু, দগ্ধ মা বাবার অবস্থা আশঙ্কাজনক

প্রকাশ : ২৩ আগস্ট ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার একটি বাসায় গত বৃহস্পতিবার গভীর রাতে আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন আজ শুক্রবার দুপুর ১২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তির নাম মেজবাহ উদ্দিন (২৮)। বার্ন ইনস্টিটিউটে এখন চিকিৎসাধীন আছেন মেজবাহর বাবা মোসলেম উদ্দিন (৬৫) ও মা সালমা বেগম (৫০)।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ সিকদার বলেন, মেজবাহর শরীরের ১০০ শতাংশ পুড়ে গিয়েছিল। চিকিৎসাধীন মোসলেম ও সালমার শরীরের ৯০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। পারিবারিক সূত্র জানায়, মোসলেম সপরিবার গেন্ডারিয়ায় নিজ বাড়ির দ্বিতীয় তলায় থাকেন।

মোসলেমের মেয়ে তাসনুভা তাবাসুম বলেন, তাদের বাসার দোতলা বরাবর পাশে বিদ্যুতের ট্রান্সমিটার বসানো আছে। গতকাল রাতে বৃষ্টি হয়। একপর্যায়ে দিবাগত রাত দুইটার দিকে ট্রান্সমিটারে বিদ্যুতের স্ফুলিঙ্গ তৈরি হয়। এই স্ফুলিঙ্গ ঘরের ভেতরে এসে পড়ে। এতে ঘরে আগুনে ধরে যায়। আগুনে তার মা, বাবা ও ভাই দগ্ধ হন। গুরুতর অবস্থায় তাদের বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাসনুভা আরও বলেন, তাঁদের বাসার পাশে রাস্তা খননের কাজ চলছে। সেখানে অব্যবহৃত গ্যাসের সংযোগ লাইন রয়েছে। আগুন ছড়ানোর ক্ষেত্রে এ বিষয়টি কাজ করে থাকতে পারে।