বাগেরহাটে আসন কমানোর প্রতিবাদে সর্বদলীয় কমিটির হরতাল
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বাগেরহাটে সংসদীয় আসন কমানোর সিদ্ধান্তের বিরুদ্ধে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে এ হরতালে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক অবরোধ করে বাগেরহাটের সঙ্গে সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মী ও সাধারণ মানুষ।
এ সময় তারা নির্বাচন অফিস, জেলা প্রশাসকের কার্যালয় ও জেলা ও দায়রা জজের কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয়। আন্দোলনকারীরা নির্বাচন কমিশনের গেজেট বাতিলের দাবি জানান।
সর্বদলীয় সম্মিলিত কমিটির বাগেরহাট জেলা সমন্বয়ক ও সাবেক জেলা বিএনপি সভাপতি এম এ সালাম বলেন, ৩০ জুলাই নির্বাচন কমিশন বাগেরহাটের চারটি আসন থেকে একটি কমিয়ে তিনটি করার প্রস্তাবনা প্রকাশ করলে সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মিলে সম্মিলিত কমিটি গঠন করে শুনানিতে অংশগ্রহণ করে চারটি আসন বহাল রাখার দাবি জানালেও ৪ সেপ্টেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে কমিশন চূড়ান্তভাবে তিনটি আসন রাখার সিদ্ধান্ত নেয়।
তিনি এই সিদ্ধান্তকে অযৌক্তিক, বেআইনি ও জনবিরোধী উল্লেখ করেন। তিনি বলেন, নির্বাচন কমিশনের এই প্রজ্ঞাপনে বাগেরহাটবাসীর হৃদয় বিদীর্ণ হয়েছে। অবিলম্বে সিদ্ধান্ত প্রত্যাহার করে চারটি আসন বহাল রাখার দাবি জানান তিনি।
বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা আমির মাওলানা রেজাউল করিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে হবে, তা না হলে জেলার মানুষ আগামীকাল অবরোধসহ লাগাতার হরতাল পালন করবে। পাশাপাশি বাগেরহাট জেলার সঙ্গে বাংলাদেশের সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হবে।
এসময় বিএনপি নেতা ফকির তারিকুল ইসলাম, জামায়াত নেতা মঞ্জুরুল হক রাহাদসহ বিএনপি, জামায়াত ও বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা হরতাল সমর্থনে রাস্তা অবরোধ করেন।
