কুলাউড়ার আনজুম হত্যার আসামি রিমান্ডে

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের বহুল আলোচিত স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুম হত্যার একমাত্র আসামি জুনেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক নিজে উপস্থিত থেকে গতকাল সোমবার ৩য় বারের মতো খুনি জুনেলের রিমান্ডের জন্য আদালতে আবেদন করলে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ৫নং আমলি আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেন দুই দিনের রিমান্ড মঞ্জুর করে এই আদেশ দেন।

স্কুলছাত্রী আনজুমের হত্যার ঘটনার দুই দিনের মাথায় পুলিশ একমাত্র খুনি জুনেলক গ্রেপ্তার করলে পুলিশের কাছে আনজুম হত্যার কথা স্বীকার করে। এরপর গত ১৯ জুন তাকে আদালতে তুললে সুচতুর খুনি জুনেল বিচারকের সামনে স্বীকারোক্তি মূলক জবানবন্দি না দিয়ে বিচারকার্যকে বাঁধাগ্রস্ত করতে ছলনার আশ্রয় নেয়। এরপর ২য় বারের মতো গত ৩০ জুন রিমান্ডের জন্য আদালতে জুনেলকে তুললে আদালত রিমান্ড না দিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দেন। এতে দীর্ঘদিন থেকে আনজুম হত্যার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে এলাকাবাসীর মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়। এরপর জেলা জুড়ে ও স্কুলে স্কুলে শুরু লাগাতার মানববন্ধন, বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা ও আন্দোলন। গতকাল সোমবার তৃতীয়বারের মতো মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল আদালতের ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসেনের খাস কামরায় রিমান্ড আবেদনের জন্য তুলা হয় খুনি জুনেলকে।

তবে এবার ও খুনি জুনেলের পক্ষে কোনো আইনজীবী আদালতে দাঁড়াননি। তবে আনজুমের পক্ষে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছাড়াও অন্যান্য বেশ কয়েকজন আইনজীবী উপস্থিত ছিলেন। আনজুমের একমাত্র খুনি জুনেলের রিমান্ড মঞ্জুর হওয়ায় এবার সুষ্ঠু বিচার পাবেন বলে মনে করছেন স্কুল ছাত্রী আনজুমের পরিবার ও এলাকাবাসী। কুলাউড়া থানার ওসি ওমর ফারুক রিমান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, আমরা আদালতে খুনি জুনেলের ৭ দিনের রিমান্ডের আবেদন করেছিলাম। আদালত তাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।