অঢেল সম্পদের মালিক আ. লীগের এমপি দিদারুল দুদকের মামলায় আসামি স্ত্রীও

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দিদারুল আলমের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মধ্যে একটিতে তার স্ত্রী ইসমাত আরা বেগমকেও আসামি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার মামলা দুটি চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়ে রেকর্ড করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক বাদী হয়ে মামলা দুটি করেছেন। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ মামলা দুটি রেকর্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক একটি মামলার অভিযোগে উল্লেখ করেছে, আসামি দিদারুল আলম জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি ৯৮ লাখ টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। ২০টি ব্যাংক হিসাবের বিপরীতে তার ৪৭৫ কোটি ৯৮ লাখ টাকা জমা ও ৪৭২ কোটি ৯০ লাখ টাকা উত্তোলনসহ মোট ৯৪৮ কোটি ৮৮ লাখ টাকা হস্তান্তর ও স্থানান্তর করেছেন। এটি দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারা এবং মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪ (২) ৩৪ (৩) ধারার অপরাধ। অপর মামলায় উল্লেখ করা হয়, আসামি ইসমত আরা অসাধু উপায়ে ১ কোটি ৪৭ লাখ টাকার সম্পদের মালিক হয়েছেন। এসব সম্পদ উপার্জনে সহযোগিতা করেছেন তার স্বামী সাবেক এমপি দিদারুল আলম। এ কারণে মামলাটিতে দুজনকে আসামি করা হয়।