নদে ঘুরতে গিয়ে নিখোঁজ ৪, বিষাদের ছায়া বিয়েবাড়িতে

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার খালিয়াজুরি উপজেলার ধনু নদে বাল্কহেড (স্টিলের তৈরি মালবাহী নৌকা) ও জেলে নৌকার সঙ্গে বিয়েবাড়ির স্পিডবোটের সংঘর্ষে অন্তত চারজন ছয় ঘণ্টা ধরে নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন তিনজন। নিখোঁজ ব্যক্তিদের মধ্যে তিনজনই শিশু।

গতকাল শুক্রবার বেলা একটার দিকে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খালিয়াজুরি উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা মোহনগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের খবরটির সত্যতা নিশ্চিত করেন।

নিখোঁজ চারজন হলো খালিয়াজুরির আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে মোছা লাইলা আক্তার (৭), মোফায়েল মিয়ার মেয়ে ঊষামণি (৫), সামছু মিয়ার মেয়ে সামিয়া (১১) ও নবাব মিয়ার মেয়ে মোছা শিরিন (১৮)। এ ছাড়া আহত ব্যক্তিরা হলেন হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০), ছাত্তার মিয়া (৬০) ও ছাত্তারের ছেলে জহিরুল ইসলাম (১৮)। আহত ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।