মোটরসাইকেল প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল দুইজনের
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে শান্তিগঞ্জের জয়কলস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের জারিকারক জুয়েল মিয়া (৩৫) ও শব্দর আলী (৩৩)। জানা যায়, গতকাল সকালে জেলা প্রশাসক কার্যালয়ের চিঠি জগন্নাথপুর উপজেলায় নিয়ে যাওয়ার পথে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের জয়কলস এলাকায় মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। আহত অন্যজনকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) রফিকুল ইসলাম জানান, একজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগে দুর্ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সুমন কুমার চৌধুরী বলেন, মোটরসাইকেল ও কারের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য দুজনের লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া সড়ক দুর্ঘটনায় নিহত কালেক্টরেট কার্যালয়ের দুই কর্মচারীর মৃত্যুতে গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
