পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষা করবে
বলল উত্তর কোরিয়া
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
জাতিসংঘে উত্তর কোরিয়ার স্থায়ী মিশন জানিয়েছে, দেশটির পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে অবস্থান ‘অপরিবর্তনীয়’। গতকাল সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পরমাণু নিরস্ত্রীকরণের দাবিকে তারা অগ্রাহ্য করেছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ভিয়েনায় জাতিসংঘ দপ্তর ও আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে জানানো হয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান রাষ্ট্রের সর্বোচ্চ আইন অনুযায়ী স্থায়ীভাবে নির্ধারিত এবং এখন এটি অপরিবর্তনীয়।
পিয়ংইয়ং যুক্তরাষ্ট্রের চাপকে ‘উসকানিমূলক’ এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে সমালোচনা করেছে। তারা বলেছে, পারমাণবিক অস্ত্রই দেশকে মার্কিন পারমাণবিক হুমকি থেকে রক্ষার ‘অবশ্যম্ভাবী বিকল্প’।
