নেপালের ভিডিওকে ফরিদপুরের বলে অপপ্রচার
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাসস
নেপালের ভিডিওকে ফরিদপুরের ভাঙ্গায় বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের ভিডিও বলে অপপ্রচার শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)’র ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট। বাংলাফ্যাক্ট জানায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সংসদীয় আসন পুনর্বিন্যাসে দু’টি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে এবং পুনর্বহালের দাবিতে কয়েকদিন ধরেই স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করছেন। এ পরিপ্রেক্ষিতে ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাবি করা হচ্ছে, গত সোমবার বিক্ষোভকারীরা সার্কিট হাউসে অগ্নিসংযোগ করেছেন। বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি আসলে ফরিদপুরের ঘটনা নয়। এটি গত ৯ সেপ্টেম্বর নেপালে যুব-আন্দোলন চলাকালীন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কে.পি. শর্মা অলির বাসভবনে বিক্ষোভকারীদের আগুন দেওয়ার ঘটনার দৃশ্য। আলোচিত ভিডিওটি থেকে কিছু স্থিরচিত্র নিয়ে রিভার্স ইমেজ সার্চ করলে আন্তর্জাতিক গণমাধ্যম সংস্থা পিটিআই-এর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিওর সঙ্গে মিল পাওয়া যায়।
