শিশু হাসপাতালের সামনের ফুটপাত দখলমুক্ত করতে বিশেষ অভিযান
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সামনের ফুটপাত ও হাসপাতালের নিজস্ব জায়গা দখলমুক্ত করতে গত সোমবার হাসপাতাল কর্তৃপক্ষের বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়। হাসপাতালটির বর্তমান চেয়ারম্যান, পরিচালক, উপ-পরিচালক (হাসপাতাল) ও সহকারী পরিচালক (প্রশাসন)-এর প্রচেষ্টা ও জনসংযোগ কর্মকর্তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে উচ্ছেদ অভিযান সংঘটিত হয়। জনসংযোগ কর্মকর্তা বশির উদ্দিন এ কার্যক্রম সম্পর্কে বলেন, দীর্ঘদিন ধরে অবৈধ দোকানপাট ও ময়লার স্তূপের কারণে হাসপাতালে সুষ্ঠু সেবা ও পরিবেশ বিনষ্ট হচ্ছিল। এসব অবৈধ স্থাপনার কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের চরম দুর্ভোগ পোহাতে হয়। দীর্ঘ ৫০ বছর ধরে অবৈধ স্থাপনা উচ্ছেদে তেমন কোনো কঠোরতা লক্ষ্য করা যায়নি। তবে বর্তমানে কর্তৃপক্ষের এ ধরনের উচ্ছেদ অভিযানের কারণে হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও সাধারণ মানুষের চলাচলে সুবিধা হবে এবং হাসপাতালের পরিবেশও সুন্দর থাকবে। সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি
