বাসাবোতে ককটেলসহ দুইজন গ্রেপ্তার
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে গতকাল শুক্রবার সকালে ককটেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. রাকিব হোসেন ও মাহাবুব। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবরের ভিত্তিতে আজ সকাল পৌনে ১০টার দিকে সবুজবাগ থানা-পুলিশ জানতে পারে দুই ব্যক্তি সবুজবাগ থানার উত্তর বাসাবো প্রেসের গলিতে পরিত্যক্ত একটি কক্ষে ককটেলসহ অবস্থান করছে। ওই তথ্যের ভিত্তিতে সবুজবাগ থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়। গ্রেপ্তার রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে।
