আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান করতে হবে

বললেন ফারুক-ই-আজম

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাসস

অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতিক) বলেছেন, দীর্ঘ সময় ধরে রোহিঙ্গা ইস্যুটি বিশ্বমঞ্চ থেকে অন্তরালে চলে গিয়েছিল। সেটিকে আমরা আবার বিশ্বমঞ্চের সব পরিপ্রেক্ষিতে সোচ্চার করার চেষ্টা করছি। রোহিঙ্গা সঙ্কট শুধু বাংলাদেশের নয়, এটি আন্তর্জাতিক সঙ্কট। সুতরাং এই সংকট আন্তর্জাতিকভাবে সবাইকে নিয়ে সমাধান করতে হবে।

গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব হলে ‘চট্টগ্রামের চোখে রোহিঙ্গা সঙ্কট : মানবতা, নিরাপত্তা ও ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন। ‘চট্টগ্রাম ফোরাম’ এই মতবিনিময় সভার আয়োজন করে।

উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, রোহিঙ্গা সঙ্কট একটা রাজনৈতিক ইস্যু, এটা রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। অন্যভাবে এটা টেকসই সমাধান হবে না। এটার গভীরতায় যতটুকু আমরা দেখেছি আরো বেশি জটিল এবং সংঘাত আবর্তের মধ্যে এটা আছে। সরাসরি মায়ানমার সরকার তো আছেই, আমাদের প্রতিবেশী অনেক দেশের স্বার্থ এটার সঙ্গে জড়িত। সেখানে আবার আরেকটি গোষ্ঠিও উঠে এসেছে সশস্ত্র ভাবে। সেটাও একটা সঙ্কটের বড় কারণ। তিনি বলেন, আমরা যদি মনে করি যে, এটা রাজনৈতিক সঙ্কট রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। তাহলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান ও শক্তিশালী হতে হবে। আমরা একটা ইন্টেরিম অবস্থা অতিক্রম করছি। এরআগে আমাদের এখানে একটা সরকার ছিল, সেটার সঙ্গে জনসম্পৃক্ততা কি পর্যায়ে ছিল আমরা সবাই তার ভূক্তভোগী।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, একটা বড় ধরনের গণঅভ্যুত্থান অতিক্রম করে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডলে একটা ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়েছে। যেটাকে নিয়ে আমরা আগামীতে একটা নির্বাচনের দিকে যাচ্ছি। ঐক্যবদ্ধভাবে যদি এই নির্বাচন বাংলাদেশ সম্পন্ন করতে পারে, তাহলে বাংলাদেশের রাজনৈতিক অবস্থান অনেক শক্তিশালী হবে। যেটা নিয়ে আগামীদিনে আমরা এই রোহিঙ্গা সঙ্কট সমাধানের একটা সুস্থ পরিবেশ সৃষ্টি করতে পারবো। এবং আমাদের কণ্ঠ অনেক সোচ্চার হবে। বহু বিষয়ে এখানে আমরা যথার্থভাবে অবদান রাখতে পারবো। তিনি বলেন, কয়দিন আগে কমনওয়েলথ সাংবাদিকরা রোহিঙ্গা বিষয়ে কক্সবাজারে সম্মেলন করতে চেয়েছে। আমরা সেটা সানুগ্রহ অনুমতি দিয়েছি।