ইরাকে সৈন্য সংখ্যা কমাচ্ছে যুক্তরাষ্ট্র ও মিত্ররা
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আন্তর্জাতিক ডেস্ক
ইরাকে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ধীরে ধীরে সৈন্য উপস্থিতি কমাতে শুরু করেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। মধ্যপ্রাচ্য-ভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে চলা এই মিশন পরিকল্পনা অনুযায়ী শেষ করতে যাচ্ছে পশ্চিমা বিশ্ব। ২০১৪ সালে গঠিত আন্তর্জাতিক জোটের সামরিক মিশন ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ইরাকে শেষ হবে বলে গত বছর ওয়াশিংটন ও বাগদাদ ঐকমত্যে পৌঁছেছিল। পশ্চিমা এই সামরিক জোট স্থানীয় বাহিনীকে সহায়তার মাধ্যমে ইরাক ও সিরিয়ার দখলকৃত এলাকা পুনর্দখলে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিল। এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র সিন পারনেল বলেছেন, সেনা উপস্থিতি হ্রাস আমাদের আইএসবিরোধী যৌথ সাফল্যের প্রতিফলন এবং যুক্তরাষ্ট্র-ইরাকের স্থায়ী নিরাপত্তা অংশীদারিত্বে রূপান্তরের প্রচেষ্টা। তিনি বলেন, আমরা ইরাকের সরকার ও জোটের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখে একটি দায়িত্বশীল পরিবর্তন নিশ্চিত করব। তবে জোটের সৈন্যরা যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় সামরিক অভিযান অব্যাহত রাখবে। ইরাকের স্বায়ত্তশাসিত অঞ্চল কুর্দিস্তানে অবস্থানরত জোটের সৈন্যরা ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত সিরিয়ায় আইএসবিরোধী কার্যক্রমে সহায়তা করতে পারবেন। এর আগে, চলতি বছরের এপ্রিলে পারনেল বলেছিলেন, সিরিয়ায় মার্কিন সেনার সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হবে। এর মধ্য দিয়ে দেশটিতে বিদেশি সৈন্য সংখ্যা ১ হাজারের নিচে নেমে আসবে। ইরাক ও সিরিয়ায় আইএস বড় পরাজয়ের মুখোমুখি হলেও গ্রামীণ এলাকায় এখনও এই গোষ্ঠীটির কিছু যোদ্ধা সক্রিয় রয়েছেন।
