দেশ গঠনে তরুণদের নেতৃত্ব দেওয়ার বিকল্প নেই : রাশেদ

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ঝিনাইদহ প্রতিনিধি

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশকে এগিয়ে নিতে হলে তরুণদের এগিয়ে আসতে হবে। দেশ গঠনে সামনে থেকে তরুণদের নেতৃত্ব দেওয়ার বিকল্প নেই। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

রাশেদ খান আরও বলেন, ?‘জুলাই গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগ কাজে লাগিয়ে দেশের তরুণ নেতাদের আপামর সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। স্বনির্ভর, আত্মমর্যাদাশীল বাংলাদেশ গঠনের নতুন বার্তা জনগণের কাছে তুলে ধরতে হবে। সাধারণ মানুষের ভোটাধিকার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্যে মানুষের আকাঙ্ক্ষার কথা শুনতে হবে।’