পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জের ঘিওর থানায় দায়িত্বরত পুলিশকে মারধর ও হুমকির অভিযোগে বিএনপির ৩৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেনের বড় ছেলে ড. খন্দকার আকবর হোসেন বাবুলের অনুসারীরা একটি মাইক্রোবাসসহ ১০ থেকে ১২টি মোটরসাইকেলের বহর রাখার জন্য ঘিওর থানার ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় নারী কনস্টেবল আন্না আক্তার তাদের থামাতে গেলে তারা বাধা অগ্রাহ্য করে ডিউটি অফিসার রফিকুল ইসলামকে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালাগাল শুরু করে। একপর্যায়ে কয়েকজন থানার ভেতরে প্রবেশ করে রফিকুল ইসলাম ও আন্না আক্তারসহ পুলিশকে উদ্দেশ্য করে কিল-ঘুসি মারে।

আসামিদের মধ্যে আছেন- ঘিওরের পাচুরিয়া এলাকার খন্দকার বিল্টু (৪৬), কালাচাঁদপুরের খন্দকার সেলিম জিএস (৪৫), বাষ্টিয়ার উজ্জল হোসেন (৪০), রাধাকান্তপুরের মীর কাউসার (৫২), বাটরাকান্দির হারেজ মিয়া (৫৮), ময়দা মিলের রফিকুল ইসলাম পিন্টু (৫০), মাইলাগীর রাজু খন্দকার (৪৮), চর ঘিওরের শহিদুল ইসলাম চান্দু (৫৫) এবং পার্শবতী দৌলতপুরের শফিউল আলম বিল্টু (৫৫)। এছাড়া আরও ৩০ অজ্ঞাতনামা ব্যক্তিকে মামলায় আসামি করা হয়েছে। বিএনপি নেতা আকবর হোসেন বাবুল অভিযোগ অস্বীকার করে বলেন, আমার সামনে আওয়ামী লীগের দোসর পুলিশ, আমার নেতাকর্মীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। এদিকে ঘিওর থানার ওসি কহিনুর ইসলাম বলেন, আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।