রমনা পার্কের লেকে মিলল লাশ
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রমনা পার্কের লেকের পানিতে ভাসমান অবস্থায় ওয়াসিমুল হক (৫৩) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, আমরা খবর পেয়ে দুপুরের দিকে রমনা পার্কের লেকের পানিতে ভাসমান অবস্থায় ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতনদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি আরও জানান, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই ব্যক্তি রমনা পার্কের লেকের পাড়ে রাস্তায় হাঁটাহাঁটি করার সময় হঠাৎ লেকের পানিতে পড়ে যান। ওই লেকের পানিতে ডুবে তার মৃত্যু হয়। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
