কীভাবে নির্বাচন সম্ভব বোধগম্য হচ্ছে না

বললেন ব্যারিস্টার আনিস

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘দেশের শহর-বন্দর, গ্রামে, নগরে এখনো বিরামহীনভাবে চাঁদাবাজি চলছে। একই সঙ্গে চলছে মামলা বাণিজ্য। প্রতিদিন মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। নদীতে ভাসছে অজ্ঞাত লাশ। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। উন্নতির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সব মানুষের মাঝে অস্থিরতা। এর মধ্যে কিভাবে জাতীয় নির্বাচন সম্ভব আমার বোধগম্য হচ্ছে না।’

গতকাল শনিবার বিকালে রাজধানীর গুলশানে হাওলাদার টাওয়ারে জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর স্মরণে জাতীয় পার্টি আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

এ সময় ব্যারিস্টার আনিস বলেন, ‘বর্তমানে দেশে সব ধরনের নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। শ্রমিক, কৃষক, গার্মেন্টসকর্মী, দিনমজুর, রিকশাওয়ালা, ভ্যানচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সব শ্রেণি-পেশার মানুষ আজ নানা সমস্যায় জর্জরিত। এ অবস্থার মধ্যে সরকার যে নির্বাচনের কথা বলছে- তা আদৌ কতটুকু গ্রহণযোগ্য, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে তা নিয়ে শঙ্কা রয়েছে।’ তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষ চাঁদাবাজির শিকার হচ্ছে। বিশেষ করে চাঁদাবাজির হাত থেকে ব্যবসায়ীরা রেহাই পাচ্ছে না। এখনো ব্যবসা প্রতিষ্ঠান, জমি-জমা দখল হচ্ছে, হাটবাজার দখল হচ্ছে। চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।