মনপুরায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজি

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ভোলা প্রতিনিধি

ভোলার মনপুরা উপজেলায় জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে যুবদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের জনতা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ইসমাইল মুন্সি (৩৫) দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন যুবদলের সাবেক প্রচার সম্পাদক। বর্তমানে ইউনিয়নটিতে যুবদলের কোনো কমিটি নেই।

এর আগে গত বৃহস্পতিবার রাতে হানিফ রাঢ়ী নামের এক জেলে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে ইসমাইল মুন্সিসহ চারজনের বিরুদ্ধে মনপুরা থানায় মামলা করেন। মামলার অন্য তিন আসামি- নোমান মুন্সি, কিরণ ঢালী ও হেলাল মাঝি এখনো পলাতক। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত বুধবার উপজেলার চরপাতালিয়ার ভেড়ার খালসংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরছিলেন হানিফ রাঢ়ীসহ কয়েকজন জেলে। হঠাৎ স্পিডবোটে ইসমাইল মুন্সিসহ চার আসামি এসে জেলেদের নৌকায় উঠে মারধর শুরু করেন।