পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকে না : এমরান সালেহ

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ (প্রিন্স) বলেছেন, ‘জনগণ পিআর পদ্ধতি বোঝে না। পিআর পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচনে জনগণের অংশগ্রহণ থাকে না। সেখানে জনগণের সার্বভৌমত্বের পরিবর্তে দলীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা হবে। তাই জনগণ পিআর নয়, সনাতন পদ্ধতিতে প্রার্থী, মার্কা, দল দেখে কাগজের ব্যালটে সিল দিয়ে ভোট দিতে চায়।’

গতকাল রোববার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা উচ্চবিদ্যালয় মিলনায়তনে ধারা ইউনিয়নের আলেম ও ইমামদের সঙ্গে মতবিনিময় সভায় এমরান সালেহ এসব কথা বলেন।

সৈয়দ এমরান সালেহ বলেন, ‘কয়েকটি দল ইসলামের নামে কোটা রাজনীতি করতে চায়। বিএনপি ও বাংলাদেশের ধর্মপ্রাণ জনগণ এটা হতে দেবে না। আমরা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মে বিশ্বাস করি। অবশ্যই অন্য ধর্মের মানুষের সাংবিধানিক অধিকার আমরা নিশ্চিত করেছি ও করব। রাজনীতি দিয়ে যারা ইসলামকে বিভক্ত করতে চায়, তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। যারা বলে তাদের দলের সদস্য হলে বা তাদের প্রার্থীকে ভোট দিলে জান্নাতের টিকিট পাওয়া যাবে, তারা ইসলামের বন্ধু হতে পারে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘ধর্মভিত্তিক একটি রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে। ক্ষমতার জন্য তারা ভারসাম্যহীন অপপ্রচার করছে। এরা এত দিন পরগাছার মতো রাজনীতি করেছে। আগাগোড়া বিএনপির ছত্রচ্ছায়ায় রাজনীতি করে এখন এরা বিএনপির বিরুদ্ধে বিষোদ্?গার করছে। জামায়াত ৫ আগস্টের পর রহস্যজনক কারণে একের পর এক জাতীয় স্বার্থবিরোধী অবস্থান নিয়ে বিএনপির বিরুদ্ধে আওয়ামী স্টাইলে প্রোপাগান্ডা চালাচ্ছে।’