সিঙ্গাপুরের একাধিক মন্ত্রীর সঙ্গে বৈঠক লুৎফে সিদ্দিকীর
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বাসস
প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সিঙ্গাপুর সফরে দেশটির একাধিক মন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এসময় তিনি বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের বিস্তারিত তথ্য তুলে ধরেন এবং সরকারি ও বেসরকারি খাতে সহযোগিতার সম্ভাবনার ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
গত ৩ অক্টোবর তিনি পৃথকভাবে সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী অং ইয়ে কুং, পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এবং শ্রমবিষয়ক প্রতিমন্ত্রী দিনেশ বাসু দাশের সঙ্গে তাদের কার্যালয়ে দ্বিপাক্ষিক বৈঠক করেন। দেশটির বাণিজ্য সম্পর্ক বিষয়ক মন্ত্রী গ্রেস ফুরের আমন্ত্রণে গত ৫ অক্টোবর সিঙ্গাপুর গ্র্যান্ড প্রিক্সে আয়োজিত উচ্চ পর্যায়ের নৈশভোজে অংশ নেন লুৎফে সিদ্দিকী। সেখানে আরও উপস্থিত ছিলেন সিঙ্গাপুরের শ্রম, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ড. তান সি লেং, পররাষ্ট্র প্রতিমন্ত্রী গ্যান শিউ হুয়াং এবং পরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র প্রতিমন্ত্রী মুরালি পিল্লাই।
এছাড়াও তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং, সাবেক প্রধানমন্ত্রী লি হসিয়েন লুং, উপ-প্রধানমন্ত্রী গ্যান কিম ইয়ং, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রী ইন্দ্রাণী রাজাহ এবং জাতীয় উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী অ্যালভিন তানের সঙ্গে বাংলাদেশ ও বিশ্বের চলমান পরিবর্তন নিয়ে মতবিনিময় করেন। একই অনুষ্ঠানে সিঙ্গাপুরে বেসরকারি খাতের শীর্ষ ব্যক্তিদের সঙ্গেও মতবিনিময় করেন প্রধান উপদেষ্টার এই বিশেষ দূত। তাদের মধ্যে ছিলেন- রে ডালিও, গ্র্যাব-এর সিইও অ্যান্থনি তান, অ্যান্টলার-এর সিইও ম্যাগনাস গ্রিমেল্যান্ড, জিআইসি-এর সিইও লিম চৌ কিয়াত, সিঙ্গাপুর স্টক এক্সচেঞ্জ (এসজিএক্স)-এর সিইও লো বুন চিয়ে, এভারকোর-এর এশিয়ার চেয়ারম্যান কিথ ম্যাগনাস এবং ইন্দোনেশিয়া চেম্বার অব কমার্সের চেয়ারম্যান অনিন্দ্য বক্রি। সফরের শেষ দিনে তিনি এন্টারপ্রাইজ সিঙ্গাপুরের চেয়ারম্যান লি চুয়ান টেক, পিএসএ (বন্দর)-এর আঞ্চলিক সিইও ভিনসেন্ট এনজি এবং পেপাল-এর আঞ্চলিক প্রধান আমির ভালিয়ানি’র সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিশেষ দূত এই সুযোগে বাংলাদেশের সাম্প্রতিক উন্নয়নের তথ্য সরাসরি তুলে ধরেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এছাড়াও সরকারি-বেসরকারি খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।
