বগুড়ায় বিষাক্ত মদ্যপানে অসুস্থ একজনের মৃত্যু চারজন চিকিৎসাধীন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বগুড়া প্রতিবেদক

বগুড়ার শাজাহানপুর উপজেলায় শারদীয় দুর্গাপূজার দশমীতে দেবী বিসর্জনের রাতে বিষাক্ত বাংলা মদ্যপানে অসুস্থ পাঁচজনের একজন মারা গেছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। ওই ব্যক্তির নাম মিজানুর রহমান (লিটন)। অসুস্থ অন্য চারজন একই হাসপাতালে চিকিৎসাধীন। মারা যাওয়া মিজানুর রহমান (৫৫) খোট্টাপাড়া ইউনিয়নের বেজোড়া মধ্যপাড়ার বাসিন্দা। তিনি স্থানীয় ইউনিয়ন পরিষদের (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য আলেয়া বেগমের স্বামী। চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন বেজোড়া পশ্চিমপাড়ার নাছিদুল সোনার (২৭), আব্দুল্লাহেল কাফি (৩০), আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০) ও মানিক আকন্দ (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুর্গাপূজার দশমীর রাতে দেবী বিসর্জনের পর বেজোড়া মধ্যপাড়ার মিজানুর রহমান, নাছিদুল, আবদুল্লাহেল কাফি, রনজু মিয়া ও মানিক আকন্দ একসঙ্গে বাংলা মদ পান করে পাঁচজনই অসুস্থ হয়ে পড়েন। রাতেই তাদেরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে কথা হয় মদ্যপানে অসুস্থ নাছিদুলের মা নাছরিন বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘দুর্গাপূজার দশমীতে দেবী বিসর্জনের পর বন্ধুদের সঙ্গে নাছিদুল মদ্যপান করে।