সীতাকুণ্ডের সৈকতে ভেসে এলো বিপন্ন ডলফিন

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্রসৈকতে বিপন্ন প্রজাতির মৃত একটি ডলফিন ভেসে এসেছে। গতকাল বুধবার সৈকতে থাকা দোকানগুলোর পেছনে প্রাণীটিকে পড়ে থাকতে দেখা যায়। গত মঙ্গলবার রাতে জোয়ারের পানিতে ডলফিনটি ভেসে আসে বলে জানিয়েছেন সৈকতের ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টরা জানান, ডলফিনটি পচন ধরে ফুলে গেছে। ওই এলাকায় চারপাশে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। দ্রুত সেটিকে সরিয়ে না নিলে দুর্গন্ধে সৈকতে মানুষ যাতায়াত করতে পারবে না। তবে বন বিভাগের কর্মকর্তারা জানান, ডলফিন ভেসে আসার খবর পেতে দেরি হওয়ায় সেটি সরাতে পারেননি।

সরেজমিনে দেখা গেছে, ভেসে আসা গোল মাথার, ঠোঁটবিহীন ডলফিনটি লম্বায় প্রায় ছয় ফুটের মতো। পাখনা ছোট ও বৃত্তাকার আকৃতির। এ ধরনের ডলফিন উপকূলীয় নদী, মোহনা ও অল্প গভীর সমুদ্রে বসবাস করে।