‘৫০ শতাংশ সাধারণ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতে হবে’

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, আগামী নির্বাচনেই ৫০ শতাংশ সাধারণ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতে হবে। পরবর্তী সময়ে এ দাবি পূরণ করা হবে, এ ধরনের প্রতিশ্রুতি ভাঁওতাবাজি। ঐকমত্য কমিশনে নারীদের উপেক্ষার বিষয়টিও লজ্জার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে জাতীয় রাজনীতিতে নারীর অর্থপূর্ণ প্রতিনিধিত্বের দাবিতে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম আয়োজিত সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ফরিদা আখতার বলেন, ১৯৮৭ সালে সর্ব প্রথম আমরা নারীদের সরাসরি নির্বাচনের সুযোগ দাবিতে আন্দোলন করেছি। তখন আওয়ামী লীগ সেখান থেকে বের হয়ে যায়। পরবর্তী সময়ে ৯০-এর দশকে এরশাদের সময়ে নারীদের অলঙ্কার হিসেবে দেখা হয়। তখন বিভিন্ন নারী সংগঠন তাদের অধিকার আদায়ে সোচ্চার হয়। আমরা এখনও থেমে যায়নি।