আমরা জাতীয় পার্টির মতো ‘পোষা রাজনীতি’ করতে আসিনি

বললেন সারজিস আলম

প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে এনসিপি হয়তো জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে দায়িত্ব পালন করবে, অথবা একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করবে। আমরা জাতীয় পার্টির মতো ‘পোষা রাজনীতি’ করতে আসিনি। গতকাল সোমবার দুপুরে জয়পুরহাট জেলা এনসিপির আয়োজনে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দলটির প্রতীক ‘শাপলা’ নিয়ে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে সারজিস আলম বলেন, আমাদের শাপলা প্রতীক দিতেই হবে। যদি না দেওয়া হয়, তবে কেন দেওয়া হবে না- তার আইনগত ব্যাখ্যা দিতে হবে। তিনি বলেন, প্রয়োজন হলে আমরা আইনিভাবে এবং রাজনৈতিকভাবে লড়াই করব।