অভিযোগ মাথায় নিয়ে সরে গেলেন ডিসি তারেক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে সরে গেলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রসিকিউশন বিভাগের ডিসি তারেক জুবায়ের। তার স্থলাভিষিক্ত হিসেবে ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে পদায়ন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে জানানো হয়, ডিএমপির প্রসিকিশন বিভাগের উপ-পুলিশ কমিশনার তারেক জুবায়েরকে ডিএমপির ক্রাইম বিভাগ এবং ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের উপ-পুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসানকে প্রসিকিশন বিভাগে পদায়ন করা হলো।

আর আগে ঢাকার আদালতে প্রসিকিউশন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কয়েকজনের বিরুদ্ধে ঘুস গ্রহণ, বদলি বাণিজ্য ও বন্দিদের অবৈধ সুবিধা দেওয়ার বিষয়ে সংবাদ প্রকাশ করে। প্রসিকিউশন বিভাগের ওই কর্মকর্তারা আদালতের জিআর (সাধারণ নিবন্ধন) শাখার নথি আটকে বিচারপ্রার্থীদের কাছ থেকে গোপনে টাকা আদায় ছাড়াও হাজতখানায় বন্দিদের সাক্ষাৎ ও খাবারের সুযোগ দেওয়ার জন্যও ঘুস নিতেন।

আদালতে কর্মরত পুলিশের একজন সাব-ইন্সপেক্টরের (এসআই) নেতৃত্বে চলতো এ ঘুস বাণিজ্য। এসবের সঙ্গেও ডিসি প্রসিকিশনের সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ রয়েছে।