দেশজুড়ে গ্রেপ্তার ১,৭১২

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গতকাল বৃহস্পতিবারের হিসেবে ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৭১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৭৬ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৩৬ জন রয়েছে।

এসময় একটি বিদেশী পিস্তল, তিনটি একনলা বন্দুক, একটি ওয়ান শুটার গান, একটি ম্যাগজিন, ১৫ রাউন্ড গুলি, নয় রাউন্ড কার্তুজ, একটি চাইনিজ কুড়াল ও দুইটি এলজি জব্দ করা হয়েছে।