‘মেট্রোরেলে নাশকতার পরিকল্পনা আছে কি না খতিয়ে দেখতে হবে’
প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
মেট্রোরেল প্রকল্পে এখনও আওয়ামী দোসররা কর্মরত রয়েছে, তারা নির্বাচনকে সামনে রেখে নাশকতার পরিকল্পনা করছে কি না তা খতিয়ে দেখতে হবে- এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। গতকাল মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মধুপুর মাদ্রাসায় বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, এপর্যন্ত মেট্রোরেল লাইনে দুইবার দুর্ঘটনা ঘটেছে। আমি প্রধান উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানাবো, দ্রুত সবকিছু খতিয়ে দেখুন, যেন আর কোনো প্রাণহানি বা দুর্ঘটনা না ঘটে। ছোট দুর্ঘটনা থেকেই বড় দুর্ঘটনার সূত্রপাত হয়, তাই এখনই আমাদের সতর্ক হতে হবে। এ সময় উপস্থিত ছিলেন, খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির মুন্সীগঞ্জ জেলা আমির ওবায়দুল্লাহ কাসেমী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, রাজানগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিটন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক রিগ্যান, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
