সাভারে সেনা অভিযানে বিপুল অস্ত্র ও মাদক উদ্ধার

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সাভারের আশুলিয়ায় গুলাগুলির পর টানা দুই দফা সেনা অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ সাতজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। এছাড়া বিকালে আশুলিয়ায় চলচ্চিত্র অভিনেতা মন্টুর বাড়িতে অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ আরও দুইজনকে আটক করেছে পুলিশ। সেনা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইল এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী অবৈধ অস্ত্রের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে প্রভাব বিস্তার ও মাদক ব্যবসা পরিচালনা করছিল। গত বৃহস্পতিবার রাতে গাজীরচট এলাকায় হঠাৎ পাঁচ রাউন্ড গুলির শব্দে পুরো এলাকা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। খবর পেয়ে জামগড়া আর্মি ক্যাম্পের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালায়।

প্রথম অভিযান: গাজীরচটে অভিযানে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মেহেদী হাসান মিঠুনের নেতৃত্বে পরিচালিত একটি চক্রের অস্ত্র ও মাদক ভান্ডার উন্মোচিত হয়। সেখান থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ২টি পিস্তল ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তল কার্তুজ, ৪টি দেশি অস্ত্র (চাপাতি ও ছুরি), ১টি হকি স্টিক, ২টি ইলেকট্রিক শকার, ১৩টি মোবাইল ফোন, ৩টি ওয়াকিটকি, ৪ লিটার বিদেশি মদ, ৭০০ গ্রাম গাঁজা ও ৩,০৪০ পিস ইয়াবা।