রাজধানীতে বাসায় মিলল স্বামী-স্ত্রীর অর্ধগলিত লাশ

প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে পুরুষ-নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তারা স্বামী-স্ত্রী। তবে মৃত্যুর কারণ বা ধরন নিশ্চিত করতে পারেনি পুলিশ। গতকাল রোববার বিকাল সাড়ে ৪টায় বাড্ডা থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। লাশ দুটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি বলেন, রাজধানীর উত্তর বাড্ডার পূর্বাঞ্চচল ৩ নম্বর রোডের ২ নম্বর গলির একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। এর মধ্যে সাইফুল ইসলাম (৩০) ওই বাসার দারোয়ান ছিলেন। আর নারীর নাম শাকিলা। তিনি সাইফুলের স্ত্রী। একই বাসার রান্নার কাজ করতেন তিনি। তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গত ২৫ অক্টোবরের পর এ ঘটনা ঘটতে পারে।