গুমের ঘটনায় ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের ছাত্রদল নেতা আশিকের

প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। গতকাল সোমবার ট্রাইব্যুনালে হাজির হয়ে এ অভিযোগ জমা দিয়েছেন তিনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, র‍্যাবের তৎকালীন ডিজি মোখলেছুর রহমানসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।পরে সাবেক ছাত্রদল নেতা মফিজুর রহমান আশিক বলেন, ২০১৩ ও ২০২২ সালে তাকে দুই দফায় গুম করে শারীরিক নির্যাতন করা হয় তাকে।

দুই মাস র‍্যাবের-১ এর আটকে রাখা হয়, পরবর্তী আবারও কাউন্টার টেররিজম ইউনিট কর্তৃক তাকে তুলে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি।