ভোটার এলাকা পরিবর্তনের শেষ সময় ১০ নভেম্বর

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যারা নিজেদের ভোটার এলাকা পরিবর্তন করতে চান, তাদের আবেদন দেওয়ার সময়সীমা ১০ নভেম্বর পর্যন্ত বেঁধে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দীন চৌধুরী ইতোমধ্যে এ সংক্রান্ত নির্দেশনা সব মাঠ কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, আবাস্থল পরিবর্তনের কারণে ভোটার এলাকা পরিবর্তনে আবেদনের শেষ সময় ১০ নভেম্বর। আর ১৭ নভেম্বর আবেদন নিষ্পত্তির শেষ সময়।