বিচারপতি খুরশীদ আলম সরকারকে অপসারণ
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারকে অপসারণ করেছেন রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির আদেশে তাকে অপসারণ করা হয়েছে বলে গতকাল বুধবার আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার তার পদের দায়িত্ব সঠিকভাবে পালনে অযোগ্য হয়ে পড়েছেন।
সংবিধানের পুনর্বহাল অনুচ্ছেদ ৯৬ এর দফা (৬) এর বিধান অনুযায়ী তাকে অপসারণ করা হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
