প্রস্তাবিত স্বাধীন পুলিশ কমিশনের খসড়া নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রস্তাবিত স্বাধীন পুলিশ কমিশনের বাস্তব স্বাধীনতা ও কার্যকারিতা নিশ্চিত করতে সরকারের প্রণীত ‘পুলিশ কমিশন অধ্যাদেশ, ২০২৫’ খসড়া নতুনভাবে ঢেলে সাজানোর আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

সংস্থাটি উল্লেখ করেছে, অন্যথায় অধ্যাদেশটি পুলিশ কমিশনের ওপর সরকারের আধিপত্য প্রতিষ্ঠা এবং কমিশনকে সাবেক আমলা ও পুলিশ কর্মকর্তাদের কর্মক্ষেত্রে পরিণত করার ঝুঁকি তৈরি করতে পারে।

গতকাল বুধবার এক সংবাদ বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, অধ্যাদেশের প্রস্তাবিত গঠন অনুযায়ী সাত সদস্যের মধ্যে অবসরপ্রাপ্ত একজন আমলা ও দুজন পুলিশ কর্মকর্তার অন্তর্ভুক্তি কমিশনকে সরকারের নির্বাহী বিভাগের প্রভাবাধীন প্রতিষ্ঠানে পরিণত করার ঝুঁকি তৈরি করবে। তিনি বলেন, আন্তর্জাতিক উত্তমচর্চার আলোকে সাবেক ও বর্তমান আমলা-পুলিশ কর্মকর্তাদের কমিশনে অন্তর্ভুক্তির সুযোগ বাতিল করতে হবে। এর পরিবর্তে বিচার, আইন, মানবাধিকার, সুশাসন ও একাডেমিক খাতের নিরপেক্ষ বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিশন গঠনের বিধান রাখতে হবে। খসড়া অধ্যাদেশ অনুযায়ী বাছাই কমিটি, জনবল নিয়োগ ও আর্থিক স্বাধীনতা সংক্রান্ত বিভিন্ন ধারা কমিশনের বাস্তব স্বাধীনতাকে বাধাগ্রস্ত করতে পারে। ড. জামান বলেন, কমিশনের জনবল নিয়োগে সরকারের অনুমোদনের বিধান বাতিল করে এ ক্ষমতা পুরোপুরি কমিশনের হাতে দিতে হবে। প্রেষণে নিয়োগের ক্ষেত্রেও সরকারের পরিবর্তে কমিশনের সুপারিশই চূড়ান্ত হবে- এমন ধারা যুক্ত করতে হবে।