সবাই যদি ভাবেন আমরা ৯ মাসে কুইক ফিক্স করে ফেলব, সেটা তো হয় না

বললেন শফিকুল আলম

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের মানুষ ভালো শাসনতন্ত্র চায়, বাংলাদেশের মানুষ সুশাসন চায়। এখানে জবাবদিহিতা থাকবে, দুর্নীতি থাকবে না সেটা তো একদিনে আমরা ডায়ালগ করে পাব না, এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। গতকাল শনিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও এ সময় জানান শফিকুল আলম। তিনি বলেন, ‘অনেকে বলছেন জুলাই চার্টার নিয়ে তো অনিশ্চয়তা আছে। এই ডিবেটগুলো কিন্তু অনেক জায়গায় ১০-১৫ বছর ধরেও চলে। শাসনতন্ত্র কীভাবে করবেন, কোনটা আপনার জন্য ভালো, কুইক ফিক্স বলে কিছু নাই।’ জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘দ্বিমত তো থাকবেই! আপনি একটা কথা বলবেন, আরেকজন একটা কথা বলবে, তার পরে দ্বিমতের ভিত্তিতেই একটা সিদ্ধান্ত হবে। যদি রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত না নিতে পারে, সে ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের ওপর যে অর্পিত দায়িত্ব, সে দায়িত্ব অনুসারে তারা তাদের একটা সিদ্ধান্ত নেবে। এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেক দিন পরে যাতে করে নির্বাচন সংশ্লিষ্ট কোনো ধরনের কোনো অনিশ্চয়তা না থাকে।’