খুলনায় দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  খুলনা ব্যুরো

খুলনায় দৈনিক আমার দেশ পত্রিকার দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গতকাল স্থানীয় সাংবাদিকরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। গত শনিবার খুলনার শিববাড়ি এলাকায় আমার দেশ-এর খুলনা ব্যুরো প্রধান এবং বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন এবং স্টাফ রিপোর্টার কামরুল হোসেন মনি হামলার শিকার হন। এ ঘটনার প্রতিবাদে খুলনা প্রেস ক্লাবের সামনে মেট্রোপলিটন ইউনিয়ন অব জার্নালিস্টস (এমইউজে) খুলনা শাখা এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বলেন, শহরের কেন্দ্রস্থলে প্রকাশ্য দিবালোকে দুইজন পেশাদার সাংবাদিকের ওপর হামলার ২৪ ঘণ্টা পার হলেও কেউ গ্রেপ্তার হয়নি। সমাবেশে সভাপতিত্ব করেন এমইউজে’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয় এবং পরিচালনা করেন কোষাধ্যক্ষ আবদুর রাজ্জাক রানা। সমাবেশে বক্তব্য রাখে, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও খুলনা মহানগর সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও খুলনা মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান মন্টু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন প্রমুখ।