সাতক্ষীরা-৩ : ড. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে টানা বিক্ষোভ
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা প্রতিনিধি

বিএনপির মনোনয়নকে ঘিরে টানা বিক্ষোভ চলছে সাতক্ষীরা-৩ আসনে। জাতীয় পার্টি (নাফি) থেকে সাবেক এমপি কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবিতে এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য ড. শহিদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে এই আন্দোলন দিনকে দিন বেগবান হচ্ছে।
২ নভেম্বর থেকে শুরু করে গতকাল মঙ্গলবার পর্যন্ত টানা ১০ দিন তাদের এই কর্মসূচি চলেছে। সামনেও একই ধরনের কর্মসূচি চলবে বলে জানা গেছে।
গত সোমবার বিকালে এই দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্যোগে সনাতনী ধর্মাবলম্বীদের বিশাল জমায়েত হয়। একইভাবে গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপির কার্যালয়ে মহিলা সমাবেশ হয়। সমাবেশে বিপুল সংখ্যক নারী অংশ নেন। আন্দোলনে নেতৃত্বদানকারী চেয়ারম্যান আজিজুর রহমান, চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ উপজেলা বিএনপির কয়েকজন নেতা ও আন্দোলনে অংশগ্রহণকারী স্থানীয়রা বলেন, ‘ড. শহিদুল আলমের সমর্থনে প্রতিদিন বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। আমরা তার নমিনেশন নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরব না। প্রয়োজনে এই এলাকার নেতাকর্মীরা কাফনের কাপড় নিয়ে ঢাকায় গিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করবেন।’
আন্দোলনকারীরা বলছেন, ‘যদি শহীদুল আলম নমিনেশন ফিরে না পান, তাহলে নিশ্চিত এই আসনটি ধানের শীষ মার্কা নিয়ে বিএনপি চিরতরে হারিয়ে ফেলবে। তাই আমরা আপ্রাণ চেষ্টা করছি, বিএনপির এই আসনটি বিজয়ের মাধ্যমে ফিরিয়ে আনতে এবং বিএনপির বিজয় সুনিশ্চিত করতে।’ তাদের মতে, মনোনয়ন পাওয়া কাজী আলাউদ্দিনের হাতে সাতক্ষীরা-৩ আসনে বিএনপির ভরাডুবি হবে। কাজী আলাউদ্দিনকে এই আসনে তেমন কেউ চেনেন না। তিনি বিগত সময়ে সাতক্ষীরা-৪ এর প্রার্থী ছিলেন এবং বিগত ২০ বছরের মধ্যে তিনি এলাকায় তেমন আসেননি বলে অভিযোগ তুলেছেন তৃণমূলের নেতাকর্মীরা।
এদিকে, বিএনপির নমিনেশন পাওয়া কাজী আলাউদ্দিন তার অনুসারী নেতাকর্মীদের নিয়ে বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ করছেন। এই আন্দোলন নিয়ে তিনিও পাল্টা অভিযোগ করে চলেছেন। তার দাবি, এই আসনে ধানের শীষ নিয়ে তিনি পাস করতে পারবেন। সবাইকে তার পক্ষে এসে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
