সোনাগাজীতে কুইজ প্রতিযোগিতা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দি হাঙ্গার প্রজেক্টের সহযোগিতায় ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের আয়োজনে গত মঙ্গলবার সোনাগাজীর বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজে মিলনায়তনে ১ম বর্ষের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণের মধ্য দিয়ে সম্প্রীতি অলিম্পিয়াড কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের সোনাগাজী উপজেলা সমন্বয়কারী মো. বায়জিদ হোসেনের সভাপতিত্বে ও পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) সোনাগাজী উপজেলা সমন্বয়কারী শেখ আবদুল হান্নানের সঞ্চালনায় কুইজ পরবর্তী আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ আলম।

বক্তব্য রাখেন- বক্তারমুন্সি শেখ শহীদুল ইসলাম ডিগ্রি কলেজের প্রভাষক শাহ পরান, হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মো. রাসেল আহমেদ, পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) অ্যাম্বাসেডর আমজাদ হোসাইন প্রমুখ।