নোবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নোয়াখালী প্রতিনিধি
ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়নের প্রতিবাদে নোবিপ্রবিতে ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্দ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান সাধারণত সাধারণত সম্পাদক হাসিবুল হাসান- সিনিয়র সহ-সভাপতি মো. সাব্বির হোসেন শান্ত, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বুলবুল এবং সাংগঠনিক সম্পাদক মো. আলীসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান জুলাই আন্দোলন ও ভিন্ন আন্দোলনে শহিদদের শ্রদ্ধা জানান, আত্নার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন- বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট সংখ্যক ছাত্রলীগ ও ফ্যাসিস্ট আওয়ামীপন্থি শিক্ষক-কর্মকর্তাদের পুনর্বহাল ও পদায়নের প্রতিবাদ জানান। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে দলীয় বিবেচনা শিক্ষক-কর্মকর্তা নিয়োগ ও পদায়ন বিশ্ববিদ্যালয়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার পরিপন্থি।
তিনি আরও বলেন- যারা বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের ভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলে তাদের দ্রুতসময়ে মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান।
