আগুন লাগিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যাবে না : আমান
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
সাভার প্রতিনিধি
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, আগুন লাগিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। আগুন লাগিয়ে যারা অপরাধ করেছে, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে, তাদের বিচার বন্ধ করতে পারবে না। অতএব বিচার হবে, নির্বাচন হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে। বাংলাদেশে গণতান্ত্রিকগামী মানুষ বাংলাদেশের গণতন্ত্র ফিরে পাবে। গতকাল শনিবার সন্ধ্যায় সাভারের তেঁতুলঝড়া ইউনিয়নের হেমায়েতপুর পূর্বহাটি ঈদগাহ মাঠে ইয়াজউদ্দিন সরকার স্মৃতি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। আমান উল্লাহ আমান আরও বলেন, যখন বাংলাদেশ গণতন্ত্রের দিকে ধাবিত হচ্ছে- ঠিক সেই সময় ষড়যন্ত্রকারীরা, চক্রান্তকারীরা ফ্যাসিসদের যে প্রেতাত্মারা তারা আজ নাশকতার আশ্রয় নিচ্ছে। বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় আগুন দিচ্ছে এবং এটা তাদের নাশকতার পরিকল্পনা। তারা মনে করেছে এই ধরনের নাশকতা করে আগুন দিয়ে নির্বাচন বন্ধ করতে পারবে। কিন্তু সেটা বাংলাদেশে কখনোই সম্ভব না। বাংলাদেশে গণতান্ত্রিগামী মানুষ আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনে অংশগ্রহণ করবে। ভোট দেবে এবং তাদের পছন্দের সরকার প্রতিষ্ঠা করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি, প্রমুখ।
