ডা. শহিদুল আলমের নেতৃত্বে আশাশুনিতে বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ঐতিহাসিক ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের মনোনয়ন প্রত্যাশী ডা. মো: শহিদুল আলমের নেতৃত্বে আশাশুনি উপজেলার বিভিন্ন বাজার, বিভিন্ন চা-স্টল ও দোকানে দোকানে যেয়ে জনগণের হাতে ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

লিফলেট বিতরণ ও গণসংযোগে অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তারিকুল হাসান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতক্ষীরা জেলা আহ্বায়ক কমিটির সদস্য শেখ নুরুজ্জামান, কালীগঞ্জের বিএনপি নেতা ও বারবার নির্বাচিত চেয়ারম্যান মো. আজিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আশাশুনি উপজেলা সাংগঠনিক সম্পাদক খাইরুল আহসান, সাবেক আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার জামান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কালীগঞ্জ উপজেলা শাখার ছাত্রবিষয়ক সম্পাদক সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর আলম, সাবেক আশাশুনি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, আশাশুনি উপজেলা বিএনপির সদস্য খোরশেদ আলম, আশাশুনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হাফিজুল ইসলাম, আশাশুনি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি সরদার রুহুল আমিন, উপজেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সহকারী সেক্রেটারি জুলফিকার আলী জুলি, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা তাঁতীদলের সদস্য আব্দুল হাদী, আশাশুনি সদর ইউনিয়ন যুবদলের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, আশাশুনি উপজেলা ছাত্রদলের সভাপতি আরাফাত হোসেন পলাশ, আশাশুনি উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সবুজ হোসেন, সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বান কমিটির সদস্য রাজু আহমেদ জাকির কালিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ সাদ্দাম, সদস্য সচিব পারভেজ হোসেন প্রমুখ।

লিফলেট বিতরণ শেষে বক্তারা বলেন, ‘সাতক্ষীরার জনগণ পরিবর্তনের জন্য প্রস্তুত। আমরা মাঠে-ময়দানে, ঘরে-ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিতে চাই দেশের উন্নয়ন তখনই সম্ভব, যখন জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পাবে।’

নেতারা আরও বলেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির মাধ্যমে জনগণের মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও সুশাসনের প্রতি নতুন করে আশা তৈরি হয়েছে। লিফলেট বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ও ডাঃ শহিদুল আলমের ভক্ত হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মী এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।