দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার দুই সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং তাদের স্বার্থসংশ্লিষ্টদের নামে থাকা ২১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান। এদিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. ফেরদৌস রহমান আদালতে আবেদন জমা দেন। দুদকের আবেদনে বলা হয় তাপস ও তার পরিবারের নামে থাকা এ এসব ব্যাংক হিসাবে মোট ১০ কোটি ৩৮ লাখ ৪ হাজার ৭৯৫ টাকা রয়েছে। দুদকের আবেদনে আরও উল্লেখ করা হয়, তাপসের অর্জিত সম্পদের পূর্ণ হিসাব এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে তদন্তে এখন পর্যন্ত তার নিজের নামে এবং পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্টদের নামে ২১টি ব্যাংক অ্যাকাউন্ট পাওয়া গেছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এসব টাকা যেন স্থানান্তর, হস্তান্তর বা অন্য কোনোভাবে অপসারণ করা না যায়, সে কারণে আদালতের অনুমতি চাওয়া হয়।