রোহিঙ্গাদের জন্য কোরিয়ার ৫০ লাখ ডলার অনুদান
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের জীবনমান উন্নয়নে কাজ করতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থাকে (আইওএম) ৫০ লাখ মার্কিন ডলার সহায়তা দিয়েছে কোরিয়া সরকার। এই সহায়তা ৮ বছরের বেশি সময় ধরে ৪ লাখ ২০ হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য জরুরিসেবা নিশ্চিত করবে। গতকাল মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই অর্থায়নে আইওএম অত্যন্ত ঘনবসতিপূর্ণ সাতটি ক্যাম্পে জীবন রক্ষাকারী পানি, স্যানিটেশন ও হাইজিন (ওয়াশ) কার্যক্রম জোরদার করবে এবং ১৭টি ক্যাম্পের ৪১ হাজার ৫০০ রোহিঙ্গা পরিবারের জন্য নিয়মিতভাবে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের মাধ্যমে নিরাপদ রান্নার জ্বালানি নিশ্চিত করবে।
