ভারতীয় ক্রুসহ জ্বালানিবাহী জাহাজ জব্দ করল ইরান
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
‘চোরাই জ্বালানি’ পরিবহনের অভিযোগে হরমুজ প্রণালীতে একটি জ্বালানিবাহী জাহাজ জব্দ করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের সেনারা। গতকাল রোববার এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। আফ্রিকার দেশ ইসোয়াতিনির পতাকাবাহী জাহাজটিতে ১৩ জন ক্রু ছিলেন। যাদের মধ্যে ১২ জন ভারতীয়। অপরজন ভারতের প্রতিবেশী দেশের বলে জানা গেছে।
হরমুজ প্রণালী দিয়ে অবৈধভাবে তেল পরিবহনের বিরুদ্ধে প্রায়ই অভিযান চালায় বিপ্লবী গার্ড। বিশ্বের বেশিরভাগ তেল ও প্রাকৃতিক গ্যাস এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়। ইরানের রাষ্ট্রয়াত্ত্ব টিভিকে বিপ্লবী গার্ডের স্থানীয় কমান্ডার বলেছেন, ‘ইসোয়াতিনি পতাকাবাহী একটি জাহাজে করে ৩ লাখ ৫০ হাজার লিটার অবৈধ জ্বালানি পরিবহন করা হচ্ছিল। জাহাজটি জব্দ করে বুশেহরে নিয়ে যাওয়া হয়েছে। জাহাজে ১৩ জন ক্রু ছিলেন। তাদের সবাই ভারতীয় একটি প্রতিবেশী দেশের নাগরিক।’ এ মাসের শুরুতে গালফ অঞ্চল থেকে মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী একটি জাহাজ জব্দ করেছিল ইরান। প্রথমে বিষয়টি নিয়ে কথা না বললেও পরবর্তী তা স্বীকার করে করে তেহরান।
