গ্লোবাল ফ্র্যাটারনিটি’ সেমিনার অুনষ্ঠিত

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সামাজিক ঐক্য ও মানবতা প্রতিষ্ঠায় উপমহাদেশের প্রখ্যাত শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.)-এর সার্বজনীন ভ্রাতৃত্ববাদের দর্শন চর্চা প্রয়োজন। গত শনিবার বিকালে রাজধানীর ধানমন্ডিতে ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে ডিএএম ক্লাব২৫ এবং আহ্ছানউল্লা সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির যৌথ আয়োজনে খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.)-এর বিশ্ব ভ্রাতৃত্বের ভাবনার ওপর আন্তর্জাতিক ‘গ্লোবাল ফ্র্যাটারনিটি’ শীর্ষক সেমিনারে একথা বলেন বক্তারা।

ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি প্রফেসর ড. গোলাম রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ খসরু। তিনি বলেন, খানবাহাদুর আহ্ছানউল্লা (রহ.)-এর জীবন ও দর্শনের সঙ্গে, যার উত্তরাধিকারকে কেন্দ্র করেই এই সেমিনার। তার লেখনী, শিক্ষাদান এবং মানবিক কর্মকাণ্ড মানুষকে ঘৃণা পরিহার করতে, বৈষম্য প্রত্যাখ্যান করতে এবং সীমানা-অতিক্রমী এক মানবিক পরিচয় গড়ে তুলতে অনুপ্রাণিত করেছে।

সেমিনারে আরও বক্তব্য রাখেন ডাম ক্লাব২৫-এর উপদেষ্টা ড. কাজী এহসানুর রহমান, ব্র্যাক ইউনিভার্সিটির ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের ভিজিটিং রিসার্চ ফেলো খন্দকার সাখাওয়াত আলী, পাকিস্তান ইনস্টিটিউট অফ লিভিং অ্যান্ড লার্নিংয়ের রিসার্চ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড এনগেজমেন্টের পরিচালক ড. নূর উল জামান রফিক এবং জাতিসংঘ অ্যাসোসিয়েশন ফিজির প্রতিষ্ঠাতা ও সভাপতি আকমল আলী। সেমিনারে ধন্যবাদ জ্ঞাপন করেন আহ্ছানউল্লা সেন্টার ফর ইউনিভার্সাল হিউম্যানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা ইকবাল মাসুদ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাখি গাঙ্গুলী।