কালিগঞ্জে ইউএনও অনুজা মণ্ডলকে প্রেসক্লাবের বিদায়ী সংবর্ধনা
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

সাতক্ষীরার কালিগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মণ্ডলকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সকাল ১১টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুজা মণ্ডল বলেন কালিগঞ্জে কর্মকাল আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। এই উপজেলার মানুষের আন্তরিকতা ও সহযোগিতামূলক মনোভাব আমাকে মুগ্ধ করেছে। প্রশাসনিক দায়িত্ব পালনে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা প্রশংসনীয়। আমি কালিগঞ্জের মানুষের জন্য হৃদয়ের গভীর থেকে শুভকামনা জানাই। সভাপতির বক্তব্যে শেখ সাইফুল বারী সফু বলেন, ইউএনও অনুজা মণ্ডল অত্যন্ত দক্ষ, সৎ ও মানবিক একজন প্রশাসনিক কর্মকর্তা। তার সময়ে কালিগঞ্জে অনেক উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। তিনি একজন উদার প্রশাসক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনুল ইসলাম খান, সুশীলনের পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু, প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল। নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি কালিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সব সাংবাদিকরা।
