পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় পরিবারকল্যাণ কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছে। গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে এই কর্মসূচি শুরু হয়। গতকাল মঙ্গলবার থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীদের আহ্বানে এই পূর্ণ কর্মবিরতি চলবে।
জানা যায়, এক দফা এক দাবি প্রস্তাবিত নিয়োগ বিধি ২০২৪ অতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ১০ দিনব্যাপী পূর্ণ কর্মবিরতি বাংলাদেশ পরিবারকল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশন, সহকারী সমিতি ও পরিদর্শক সমিতি পালন করছে। কর্মবিরতির ফলে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র সেবা ব্যহত হচ্ছে। আগামী ১০ দিন এই পূর্ণ কর্মবিরতি চলবে।
